All types of Fabric Supplier

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

সিংগেল জার্সি ১৬০ জিএসএম, Ahk Fabrics, A trusted fabric supplier

সিংগেল জার্সি ১৬০ জিএসএম এর সুতি কাপড় তৈরিতে কত কাউন্টের সুতা ব্যবহৃত হয়?
সিংগেল জার্সি ১৬০ জিএসএম,  Ahk Fabrics, A trusted fabric supplier

সিংগেল জার্সি ১৬০ জিএসএম এর সুতি কাপড় তৈরিতে কত কাউন্টের সুতা ব্যবহৃত হয়?


উত্তর : টেক্সটাইল সেক্টরের জবের জন্য কর্তৃপক্ষের প্রধান পছন্দ টেক্সটাইল ইঞ্জিনিয়ার । টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাছ থেকে প্রত্যাশাও কিছুটা বেশি । ইন্টারভিউ বোর্ডে কিছু বেইসিক প্রশ্ন দিয়ে ক্যান্ডিডেট এর জ্ঞানের গভীরতা যাচাই করা হয় । বেইসিক বিষয়গুলোর যথাযথ উত্তর দিতে না পারা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর জন্য লজ্জাকর । আবার টেক্সটাইল রিলেটেড বেইসিক বিষয়গুলো জানা থাকলে কাছাকাছি সম্পূরক প্রশ্নগুলোরও প্রাসঙ্গিক উত্তর দেওয়া সম্ভব হয় ।

টেক্সটাইল রিলেটেড জব ইন্টারভিউর বেইসিক প্রশ্নগুলোর একটি সিংগেল জার্সি ১৬০ জিএসএম এর সুতি কাপড় এর জন্য কত কাউন্টের সুতা ব্যবহৃত হয় ।

১৬০ জিএসএম এর সিংগেল জার্সি সুতি কাপড় এর জন্য ২৬ সিংগেল অথবা ২৮ সিংগেল সুতা ব্যবহৃত হয় । ১৮০ জিএসএম এর জন্য ২৪ সিংগেল সুতা ব্যবহৃত হয় ।

ইংলিশ কাউন্ট সিস্টেমে সুতার কাউন্ট বাড়ার সাথে সাথে পুরত্ব (Thickness) কমে, অধিক চিকন হয় । তাই বেশি জিএসএম এর ফেব্রিক এর জন্য কম কাউন্টের সুতা ব্যবহার হয়, আর কম জিএসএম এর ফেব্রিক এর জন্য বেশি কাউন্টের সুতা ব্যবহৃত হয় । এটি ইনডাইরেক্ট সিস্টেম এর জন্য প্রযোজ্য

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন